• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:২৯ পিএম

পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ ও ক্ষুরা রোগ নির্মূলের লক্ষ্যে পিপিআর টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। উপজেলা প্রাণীসম্পদ দফতরের উদ্যোগে পৌরএলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আয়োজিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, ভ্যাটেনারী সার্জন ডা. মো. নিয়ামত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ওয়ার্ড কাউন্সিলর মোতাহার আলী প্রমুখ। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব বলেন, পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৪৪টি স্থানে ১০ দিনব্যাপী টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬৩ হাজার ৬৪৪ টি ছাগল এবং ৪ হাজার ৪২ টি ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হবে।