• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:৩১ পিএম

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২১ জেলের দণ্ড

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ২১ জেলের দণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর হতে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় অবৈধ ভাবে মাছ আহরণকারী ২১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এসময় জব্দকৃত ২৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আনিসুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান( অ.দা), নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্য অংশগ্রহণ করেন।