• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০২০, ০৮:২৪ পিএম

এক ঘন্টার ইউএনও কলেজ ছাত্রী

এক ঘন্টার ইউএনও কলেজ ছাত্রী
প্রতীকি ছবি

জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান তান্না দায়িত্ব পালন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের। শুক্রবার সন্ধ্যায় প্রতীকীভাবে এক ঘন্টার এই দায়িত্বভার পালন করেন তিনি।

‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্বে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়। জয়পুরহাট শহরের মাস্টারপাড়া এলাকার মেয়ে এক ঘন্টার ইউএনও তান্না এসময়ে সদর উপজেলাকে মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা, নানা সমস্যার সমাধান, সম্ভাবনা ও নানা বাস্তবায়ন যোগ্য সুপারিশ মালা তুলে ধরে ইউএনওর কক্ষে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী ইউএনও তান্না ও সদর উপজেলা নিবার্হী অফিসার মিল্টন চন্দ্র রায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, এনসিটিএফ এর ভলান্টিয়ার এস রহমান সজীব সহ অন্যান্যরা।

এমইউ