• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ১০:২৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৪, ২০২০, ১০:২৭ এএম

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে
ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সন্ধ্যার পর হাল্কা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তবে পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। একই সাথে প্রতিদিনই কমছে তাপমাত্রা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গত সোমবার সকাল ৯টায় এখানে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। অন্যদিকে, ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা কমতে শুরু করেছে।  বাড়ছে শীতের তীব্রতা। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১০ দিন ধরে পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরো কমে আসতে পারে বলেও জানান তিনি।

জাগরণ/এমআর