• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০, ০২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২০, ০২:১৯ পিএম

পাচার হাওয়া ৪ তরুণী ফিরল দেশে

পাচার হাওয়া ৪ তরুণী ফিরল দেশে

ভালো কাজের প্রলোভনে ৪ বছর আগে ভারতে পাচারের শিকার বাংলাদেশি চার তরুণীকে উদ্ধারের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। 

রোববার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীর হলেন,আসমা আক্তার (২২),সোনিয়া আক্তার (২০),লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।

এ তথ্য নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, ৪ তরুণীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছেন। এসব তরুণীরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে ৪ বছর আগে সীমান্তের চোরাই ঘাট দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপরে সেখানে বিক্রি হয়ে যান। সেখানকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাদের অবস্থান হয় জেলখানায়। এক পর্যায়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে তাদেরকে দুপুরে দেশে ফেরত পাঠানো বেনাপোল ইমিগ্রেশন দিয়ে। এরপর তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

জাগরণ/এমআর