• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০, ০৯:২৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০২০, ০৯:২৮ এএম

টঙ্গীবাড়ীর পুকুরে বিষধর রাসেল ভাইপার 

টঙ্গীবাড়ীর পুকুরে বিষধর রাসেল ভাইপার 

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় পৃথিবীর বিষধর সাপদের মধ্যে অন্যতম রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের সন্ধান মিলেছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারাঁ এলাকার পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। অপু মণ্ডল (৩২) নামে এক ব্যক্তি সাপটিকে উদ্ধার করে এক লোহার খাঁচায় ভরে রাখেন।

অপু মণ্ডল জানান, পুকুরটিতে মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এজন‌্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। এ সময় দেখা যায় কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এরপর খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে এটি রাসেল ভাইপার।

চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস জানান, সোমবার (৩০ নভেম্বর) সকালে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে। এদিকে, পুকুরে বিষধর এই সাপ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাগরণ/এমআর