• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ০১:২২ পিএম

বালিকা স্কুলে ভর্তির তালিকায় তিন ছেলের নাম!

বালিকা স্কুলে ভর্তির তালিকায় তিন ছেলের নাম!

করোনা মহামারির কারণে সরকারি বিদ্যালয়গুলোতে এবার লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছে। সোমবার (১১ জানুয়ারি) ছিল ফল ঘোষণার তারিখ। অনলাইনে ফল প্রকাশের পর দেখা গেল মেয়েদের একটি স্কুলের ভর্তির তালিকায় ৩ ছেলের নাম।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয়ের তালিকায় এসেছে তিন ছেলের নাম। 

ওই তিন ছাত্র হলো ফায়াজ জাহাঙ্গীর ইশমাম, মো. জোবায়েরুল হাসান খান ও ফারাবী ইসলাম। ফলাফল তালিকায় তারা চতুর্থ শ্রেণিতে মর্নিং শিফটে ভর্তির সুযোগ পেয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কীভাবে সুযোগ পেল তিন ছেলে, তা নিয়ে চলছে রসিকতা।

সাদিয়া জামান নামের একজন ফেসবুকে লিখেছেন, “১৭৭ জন বোনের তিনটা মাত্র ভাই। আজ লটারি ছিল বলেই এভাবে ভাই-বোন মিলেমিশে বিদ্যাময়ী গার্লস স্কুলে পড়ার সুযোগ পেল।”

ছদরুল হাসান নামে এক ব্যক্তি লিখেছেন, “বিদ্যাময়ী স্কুলের লটারি রেজাল্ট শিটের ৩ নং পৃষ্ঠাতে এই ছেলের নাম পাওয়া গেল বুঝতে পারছি না, লটারি কতটা ফেয়ার হইছে।”

এদিকে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এখনো মুখ খুলছেন না।