• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ০৩:৩১ পিএম

সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

জামালপুরের সরিষাবাড়ীতে দ্রুতগামী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পপুলার ব্রিজসংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ (১৪)। তারা চাচা-ভাতিজা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকাল পৌনে ৭টার দিকে সাইদুল ও আকাশ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দিগপাইতের উদ্দেশে বের হন। সাইদুল মোটরসাইকেল চালক ও আকাশ আরোহী ছিলেন। তারা পপুলার ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।

চালক ও বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা এবং থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।