• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৮:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ১২:০৪ পিএম

সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস শুক্রবার সকালে নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

এর আগের দুই দিনও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল। ৬.৮ ডিগ্রি তাপমাত্রা নওগাঁর ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা নওগাঁ ও তার আশপাশের অঞ্চল। দ্বিতীয় দফায় নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কনকনে শীতে সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। শীত গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষরা কষ্ট পোহাচ্ছে।

শীতের কারণে সন্ধ্যা হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে জনমুখর স্থানগুলো। দিনের বেলায় নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করে।

উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতের খেটে খাওয়া বিশেষ করে দিনমজুর, ভবঘুরে, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষরা চরম বেকায়দায় পড়েছে।

এদিক স্থানীয়রা অভিযোগ করছেন, সরকারের পক্ষ থেকে যে পরিমাণ গরম কাপড় দেওয়া হচ্ছে, তা প্রকৃত শীতার্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে না।

অপর দিকে প্রচণ্ড শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলার প্রতিটি হাসপাতালে রোগীরা ভিড় করছে।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে এই মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই শৈত্যপ্রবাহ আরো ২-৩ দিন থাকবে পারে। তবে জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।