• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৮:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ০৮:৪২ পিএম

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। 

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— বগুড়া জেলা শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো. জামাল (৪০)। অপরজনের (৩৫) পরিচয় পাওয়া যায়নি। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন ২৫ জন। 

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বর্মণ জানান, নিহত একজনের নাম পরিচয় জানা যায়নি। বাস-ট্রাক আটক রয়েছে।