• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ১০:০১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ১০:০১ এএম

ঘর পাচ্ছে ৪৪৩ গৃহহীন পরিবার

ঘর পাচ্ছে ৪৪৩ গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৪৪৩টি গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে সরকারি ঘর। 

২০ জানুয়ারির মধ্যে এসব ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষে কাজ চলছে।

এদিকে নতুন ঘর পেতে যাওয়া উপকারভোগীরাও বেশ খুশি। নিজ নিজ ঘর সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেটিও বুঝে নিচ্ছেন তারা। 

প্রতিটি সেমি-পাকা ঘর তৈরি হচ্ছে সাড়ে ১৯ ফুট প্রস্থ আর ২২ফুট দৈর্ঘ্যে। এক লাখ ৭১ হাজার টাকা মূল্যের প্রতিটি ঘরে রয়েছে দুটি শয়ন কক্ষ, একটি রান্না ঘর, একটি টয়লেট ও সামনে বারান্দা।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম  আরিফুল ইসলাম বলেন, “ওই প্রকল্পের অধীনে সারা দেশে নির্মিত ঘরগুলোর বিতরণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি নেত্রকোনাসহ কয়েকটি জেলায় যুক্ত থেকে তিনি চলতি মাসেই এ উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।”