• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০২:৩৮ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, আহত ৮

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, আহত ৮

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট গভীর খাদে পড়েছে পর্যটকবাহী একটি মাইক্রোবাস। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ তার পরিবারের ৮ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকার ১০টার দিকে সাজেক সড়কের শিশকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফিরছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুইলুই পর্যটন কেন্দ্র থেকে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন মেজর মোহাম্মদ মিজান। পথে শিশকছড়া এলাকায় এলে তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় যুবক অনিল ত্রিপুরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল মজুমদার।