• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০৮:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০৮:১৩ পিএম

শেষ ইচ্ছে পূরণ করলো ১১০ বছরের বৃদ্ধা

শেষ ইচ্ছে পূরণ করলো ১১০ বছরের বৃদ্ধা

নবিরণ নেছার বয়স ১১০ বছর। স্বামী জলিল শেখ মারা গেছেন দীর্ঘদিন আগে। বৃদ্ধার দুই ছেলেও বেঁচে নেই। নাতিই তার দেখাশোনা করেন। তাই তাকে নিয়েই এসেছেন ভোট দিতে।

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে শনিবার বেলা ১টার দিকে গুনবহা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে নবিরণ নেছা আসেন নাতি হাসানের সঙ্গে।

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় নবিরণ নেছার সাথে। তিনি এখন চোখে খুব কম দেখেন, কথাও তেমন বলতে পারেন না। ভাঙা ভাঙা গলায় কথা বলেন।

নবিরন নেছা বলেন, “বহুত দিন ভোট দেইনি। ভোটের কথা হুনে মনটায় ভোট দিতে চাইল। তাই নাতিরে কইলাম আমারে লইয়া চল, ভোট দিমু আমি।”

কাকে ভোট দিলেন প্রশ্ন করলে তিনি মিষ্টি হেসে বলেন, “কমু না, তয় যারে দিছি হেই পুলাডা ভালো। আমার কাছে গেছিল ভোট চাইতে। তাই হেরেই আমি ভোট দিছি। দুয়া করি হে যেন জিইতা যায়।”

বৃদ্ধা আরো বলেন, “শরীরডা ভালা না। কয়দিন বাঁচি ঠিক নাই, তাই মরণের আগে শেষ ভোট দিয়ে গেলাম। আর হয়তো ভোট দিতে পারুম না। তাই মনের চাওয়া মিটাইলাম।”