• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২১, ০৯:৫৯ পিএম

নির্বাচনী সহিংসতায় জয়ী কাউন্সিলর নিহত

নির্বাচনী সহিংসতায় জয়ী কাউন্সিলর নিহত

নির্বাচন পরবর্তী সহিংসতায় সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তারিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কে বা কারা তারিকুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় প্রাইম হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী হামলা ও মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ ভোটে জয়লাভ করেছেন।

সদরের নতুন ভাঙাবাড়ী, শাহেদনগর বেপারীপাড়া, শহীদগঞ্জ ও রতনগঞ্জ গ্রাম নিয়ে গঠিত ৬নং ওয়ার্ড। কাউন্সিলর পদপ্রার্থী তরিকুল ইসলাম খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহেদ নগর বেপারী পাড়ার মো. শাহাদৎ হোসেন উদ্দিন এবং একই গ্রামের অন্য প্রার্থী সাইফুল ইসলাম।