• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০৯:২৫ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২১, ১০:৩৮ এএম

১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ

১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে একটি মাইক্রোবাস থেকে ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউসের পূর্ব দিকে হাইকখালী পাড়া রোডের পাশে অবস্থানরত একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। গাড়ির সিট বেল্টের নিচে পলিথিন ব্যাগের ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায়  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।”