• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২১, ০২:৫৩ পিএম

সোনার বারসহ ২ চোরাকারবারি আটক

সোনার বারসহ ২ চোরাকারবারি আটক

ঝিনাইদহ থেকে সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলা ভারতীয় সীমান্তের খোসালপুর গ্রামের বাকোশপোতা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব থানার উত্তর চেঙ্গাচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল মিয়া এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামের নওশের আলী মন্ডলের ছেলে আব্বাস আলী।

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদ পেয়ে সীমান্তের খোশালপুর এলকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ২৩ ভরি ওজনের দুটি সোনার বার ও ৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ আটক দুইজনকে মহেশপুর থানায় পাঠানো হয়েছে।