• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ১২:০৮ পিএম

শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

তীব্র শীত ও ঘন কুয়াশায় সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চর ও দুর্গম অঞ্চলের মানুষ মানবেতর জীবন যাপন করছেন।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সিরাজগঞ্জের কোথাও সূর্যের আলো দেখা যায়নি। কাজের সন্ধানে শ্রমজীবী মানুষজন বাইরে বের হলেও শীতের দাপটে নাকাল হয়ে পড়েছেন। শীতের তীব্রতায় শরীর জবুথবু। কাজ করতে পারছেন না অনেকে।

ঘন কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।

ঠান্ডাজনিত কারণে শিশুসহ অনেকের জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৃষকরা মাঠেও নামতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় হাটবাজারে শীতবস্ত্র ও পুরোনো গরমকাপড় কেনারও হিড়িক পড়েছে। 

সন্ধ্যার পরেই জেলা উপজেলা শহরগুলোতে জনসমাগম কমে যায়। যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ দুর্গম অঞ্চলে এই তীব্র শীতের প্রভাব বেশি। 

সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলার অনেক স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল।