• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ১২:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ১২:২১ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের হৈমবালা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। 

আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কমিটির সিদ্ধান্ত অমান্য করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব এককভাবে পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের বিভিন্ন আয় নির্ধারিত তহবিলে জমা না দিয়ে তা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করে।

এসব অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন খান বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। চক্রান্ত করে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

হৈমবালা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ বলেন, “বিদ্যালয় পরিচালনা কমিটি অডিট করে প্রধান শিক্ষককে বারবার নোটিশ করলেও তিনি নোটিশের সদুত্তর দিতে পারেননি। তাই পরিচালনা কমিটি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।” 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা পারভিন বলেন, “বিদ্যালয় পরিচালনা কমিটির অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”