• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ০৩:৪১ পিএম

ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইট বহনকারী ট্রলির শ্রমিক দবির উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালকসহ অপর ৫ জন আহত হন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দবির উদ্দিন (৫০) উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও সুজানগর থানার ওসি মো. বদরুদ্দোজা জানান, ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকালে ট্রেনটি তাঁতিবন্দ স্টেশনের হুদারপাড়া এলাকায় পৌঁছালে ইটাবাহী ট্রলিটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটির ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই দবির উদ্দিন নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত ৫ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 ঘন কুয়াশার কারণে ট্রলির চালক ট্রেনটি দেখতে না পাওয়ার এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসি মো. বদরুদ্দোজা।