• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২১, ০৫:১৯ পিএম

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হামিদুর রহমান সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার হামিদুর রহমান নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দী এলাকার মাওলানা মাহমুদুর রহমানের ছেলে। তিনি আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সদস্য। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। 

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকাতলা বাজার এলাকায় সোমবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামিদুর রহমান আনসার আল ইসলাম সংগঠনের সক্রিয় সদস্য। তার কাছ থেকে বিভিন্ন ধরনের ৪০টি জিহাদি বই ও অফিশিয়াল একটি ব্যাগ উদ্ধার করা হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। জঙ্গি হামিদুরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।