• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৩:৩১ পিএম

দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে একটি কাভার্ড ভ্যান থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার দুপুর ১টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মো. হোসেনের ছেলে সেলিম (৩২) ও নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার ছেলে মো. কাওসার মিয়া (৪০)। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, বুধবার রাত ৮টায় ঢাকা-টাঙ্গাইল সড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা এসব ফেনসিডিল লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা অহিদুজ্জামান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ও কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।