• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৪:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৪:১১ পিএম

হস্তান্তরের অপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার

হস্তান্তরের অপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১১২৬টি সেমিপাকা ঘর প্রস্তুত করা হয়েছে। জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে জানান, খাসজমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১২৬টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ ও হস্তান্তর পর্যন্ত খরচ হবে ১ লাখ ৭৩ হাজার ২৫০টাকা। 

মীর নাহিদ আহসান আরো জানান, সেমিপাকা ঘরের সঙ্গে একটি ভূমি ও গৃহহীন পরিবার ২ শতক জমি পাবেন। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন। মৌলভীবাজার জেলায় প্রথম পর্যায়ে ৫৪২টি ঘর হস্তান্তর করা হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অন্য ঘর উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।