• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৫:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৫:৫৪ পিএম

ব্রিজ যেন মরণ ফাঁদ

ব্রিজ যেন মরণ ফাঁদ

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে ভাবুকদিয়া খালের ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছেন ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া খালের উপর ২৪ মিটার এই ব্রিজটি নির্মাণ করা হয় ১৯৯৭ সালে। ৭-৮ বছর ধরে ব্রিজটির রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। সিমেন্টের ঢালাই দেওয়া ৮০ ভাগ রেলিং ভেঙে পড়েছে। 

স্থানীয় অটো চালক বাহাদুর খাঁ বলেন, “এ ব্রিজটি ৭-৮ বছর ধরে এভাবে পড়ে আছে। তাই ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের জন্য সরকারের কাছে দাবী জানাই।”

ভ্যান চালক প্রমথ বাড়ৈ বলেন, “ব্রিজটি সরকার পুনর্নির্মাণ করে দিলে আমরা অনেক উপকৃত হব। ব্রিজে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে তাই দ্রুত ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।”

উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুর রহমান বলেন, “ঠেনঠেনিয়া বাজার থেকে আটঘর সড়কের ভাবুকদিয়া খালের উপর ব্রিজটি পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাবতীয় তথ্য এপ্যাইজাল ম্যাট্রিক্স ফর্মে প্রেরণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম অতিদ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।”