• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৮:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৮:৩৯ পিএম

ছাত্রী মেসের তালা ভেঙে ঢোকার চেষ্টা, আটক ১

ছাত্রী মেসের তালা ভেঙে ঢোকার চেষ্টা, আটক ১

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একটি ছাত্রী মেসের তালা ভেঙে ঢোকার চেষ্টায় এক যুবককে আটক করা হয়েছে। যুবকের নাম সাজ্জাদ হোসেন মঞ্জু। তার বাড়ি নগরীর কালীবাড়ি এলাকায়। 

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন ইনায়া ম্যানশনের তিন তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

জানা যায়,সাজ্জাদ নামের ওই যুবক দুইটি ফ্ল্যাটের তালা ভাঙার চেষ্টা করে। এসময় সময় ফ্ল্যাটে থাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাইরে বেরিয়ে আসে। ঐ ছাত্রীকে দেখে সাজ্জাদ গালিগালাজসহ তার শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় মেসের ছাত্রীদের চিৎকারে লোকজন জড়ো হয়ে সাজ্জাদকে আটক করে ও পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর আবু হেনা পহিল বলেন, “বহিরাগত যুবকটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ঐ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের একজন গার্ড মোতায়েন করেছি।”

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভবন মালিক পক্ষ কেউ মামলা করতে রাজি হননি। পুলিশ গৃহে অনুপ্রবেশের ধারায় মামলা করে ওই যুবককে কোর্টে চালান করেছে।”