• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০২:০০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০২:০০ পিএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত শতাধিক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত শতাধিক

বরগুনার পাথরঘাটায় বরফ মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার রাত ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হোসেন পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

এ ঘটনায় এক কিলোমিটার এলাকায় জুড়ে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরে ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, “সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা কাছে ভিড়তে পারিনি। এ সময় আমাদের দুজন ফায়ার কর্মী ও অসুস্থ হয়ে পড়ে।”