• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ০৩:৫৪ পিএম

অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২

অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ২

মাদারীপুর জেলার শিবচরের একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রোগীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব বামুড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী খাদিজা বেগম (৬০) ও একই এলাকার জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয়রা জানায়, বরিশালের উজিরপুর থেকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকা যাচ্ছিল খাদিজা বেগমের পরিবার। অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম ও মেহেদী হাসানের মৃত্যু হয়। 

এ সময় আহত হয়েছে আরো ৫ জন। আহতদের উপজেলার পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, “অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে এর ভেতরে থাকা রোগীসহ দুইজনের মৃত্যু হয়। চালকসহ অন্যরা গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”