• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ১০:৪০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ১০:৪১ এএম

প্রার্থীর অভিনব প্রচারণা

প্রার্থীর অভিনব প্রচারণা

৩০ জানুয়ারি তৃতীয় ধাপে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততোই জমে উঠছে প্রচার প্রচারণা। ভোটারদের সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা এবার বেছে নিয়েছেন ব্যতিক্রমী পন্থাও।

নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুরে এমন চিত্র দেখা গেছে। নির্বাচনী কোন কোন প্রার্থী নিজের বাস্তব প্রতীক বহন করতে দেখা গেছে। নির্বাচনে যে প্রার্থী বোতল প্রতীক পেয়েছেন তার সমর্থকরা প্রার্থীর সাথে শতাধিক বোতল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। একই ভাবে যিনি ডালিম প্রতীক পেয়েছেন তিনিও ডালিম নিয়ে ঘুরছেন। 

নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকতে এমন অভিনব কৌশল অনেকে বেছে নিয়েছেন অনেকে। 

এবারে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন লড়ছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৪৪ জন।