• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০৭:০০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ০৭:০০ পিএম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৪ জেলের প্রাণহানি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৪ জেলের প্রাণহানি

সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ ঘটনায় আরো ১০ জেলে নিখোঁজ আছেন।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্ট মার্টিন থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানায়,  ২৬ জন জেলেসহ এফবি যানযাবিল সোমকেন নামে একটি ট্রলার সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। ভোরে ২৬ মাঝিসহ ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামের দুটি জাহাজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে যায়। এছাড়া নৌবাহিনীর তিনটি জাহাজও উদ্ধার অভিযান চালায়। ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রেলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি।