• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ১২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ১২:১৪ পিএম

হিসাবরক্ষককে মারধরের অভিযোগ

হিসাবরক্ষককে মারধরের অভিযোগ

বরিশালে বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাবরক্ষক জামাল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর আমানতগঞ্জে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হিসাবরক্ষক জামাল হোসেন দাবি করেন, ওজোপাডিকো অফিস সংলগ্ন বাড়ির বাসিন্দা মো. রুকু তাকে মারধর করেছেন। রুকু দীর্ঘদিন ধরে ঠিকাদারী কাজ চেয়ে তাকে বিরক্ত করতেন। এর জেরে তার ওপর হামলা চালানো হয়।

জামাল হোসেন জানান, ওই দিন মাগরিবের নামাজের পর আমানতগঞ্জে ওজোপাডিকো’র কার্যালয়ের সামনের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এসময় রুকু এসে প্রথমে তার সঙ্গে বাকবিতণ্ডা করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে রাস্তার ওপর ফেলে দেয়। তিনি এ ঘটনা নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত রুকুর জানান, হিসাবরক্ষক জামাল হোসেনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়েছে মাত্র। তাকে মারধর করার বিষয়টি পুরোপুরি মিথ্যা।

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল বলেন, “কর্মচারীদের নিরাপত্তা দিতে বিদ্যুৎ বিভাগ ব্যর্থ হলে তার সংগঠন কর্মসূচি ঘোষণা করবে।“

নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।