• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৭:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ০৭:৪৪ পিএম

চলন্ত বাসে ধর্ষণ 

১৮ বছর পর দুই ধর্ষকের যাবজ্জীবন

১৮ বছর পর দুই ধর্ষকের যাবজ্জীবন

চট্টগ্রামে গার্মেন্টস কর্মীকে চলন্ত বাসে ধর্ষণের ১৮ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সোমবার এ রায় শোনান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সী আব্দুল মজিদ।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই ধর্ষকের নাম মো. আলিম উদ্দিন ও মো. হারুন। তাদের মধ্যে হারুন পলাতক আছেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আলিম। অভিযোগ থেকে খালাস পেয়েছেন বাস ড্রাইভার আমিন ও ড্রাইভার জসীম।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম জানান, ঘটনাটি প্রায় ১৮ বছর আগের। ভিকটিম নারী চট্টগ্রাম নগরের পতেঙ্গার জিএম কলোনি গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০০৩ সালের ৩ অক্টোবর সকালে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই নারীকে জোর করে বাসে তুলে ধর্ষণ করে।

ঘটনার দিনই ওই নারী পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার পাঁচ সাক্ষীর পর্যবেক্ষণ জেরা ও জবানবন্দি নেয়া হয়।