• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২১, ১২:৩২ পিএম

চসিক নির্বাচনে ভাইয়ের হাতে ভাই খুন

চসিক নির্বাচনে ভাইয়ের হাতে ভাই খুন

সহিংসতার মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবরও বাড়ছে। এর মধ্যে পাহাড়তলীতে নির্বাচন নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের ব্যক্তির নাম নিজাম উদ্দীন মুন্না। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

ইমাম হাসান জানিয়েছেন, নিহত নিজামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত নিজাম সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমেদের সমর্থক। অন্যদিকে অভিযুক্ত সালাউদ্দীন কামরুল আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সমর্থক। দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।  

বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট শুরু হয়। ভোট গ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হারুন-উর রশীদ।

আরও পড়ুন