• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১, ০৮:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২১, ০৮:০৪ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের দাবিতে প্রেমিক মাহমুদুল হাসান বিজ্ঞানের (২০) বাড়ির সামনে তিনদিন ধরে অনশন করছেন প্রেমিকা মেহের বানু লিজা (২৬)। উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব হুগলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কৌতূহলী এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের পূর্ব হুগলিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহমুদুল হাসান বিজ্ঞানের (২০) সঙ্গে একই ইউনিয়নের দরিখামার গ্রামের মজিবর রহমানের মেয়ে মেহের বানু লিজার (২৬) তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই পরিপ্রক্ষিতে গত ২৮ জানুয়ারি দুজন বিয়ের কথা বলতে মন্মথপুর ভবেরবাজার চাকলাহাটে যান। এসময় গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী তাদের পার্বতীপুর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে ২৯ জানুয়ারি তাদের আদালতে মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠায় পুলিশ। পরদিন ৩০ জানুয়ারি বিয়ের কথা বলে জামিনে এসে প্রেমিক মাহমুদুল হাসান বিজ্ঞান আত্মগোপন করেন। এ সময় প্রেমিককে খুঁজে না পেয়ে বিয়ের দাবি তুলে বিজ্ঞানের বাড়ি দরিখামারে অবস্থান নেন মেহের বানু লিজা। এসময় বিজ্ঞানের বাড়ির লোকজন লিজাকে বের করে গেটে তালা দেন।

রামপুর ইউনিয়নের পূর্ব হুগলিপাড়া গ্রামে বাসিন্দা বাইজিদ হোসেন জানান, বিষয়টি আমরা জেনেছি। গত তিন দিন ধরে লিজা ওই বাড়ির সামনে অবস্থান করছেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেহের বানু লিজার আগের স্বামীর ঘরের ৮ বছর এবং ৫ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। গত এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।