• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৪:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৪:৩৯ পিএম

জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

বগুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক প্রার্থীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম বদিউজ্জামান বদি।

ঘটনাটি ঘটেছে জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে।

এ বিষয়ে বদিউজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

বদিউজ্জামান বলেন, “আমি গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু শেরপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটর তালিকায় নাম যাচাই করতে গিয়ে দেখি আমার নাম মৃত হিসেবে কর্তন করা হয়েছে।”

বদিউজ্জামান আরো বলেন, “খোঁজ নিয়ে জানতে পারি এলাকার সাবেক মেম্বার আব্দুস সোবাহান এবং বর্তমান সংরক্ষিত মেম্বার হেলেনা বিবি যোগসাজশে এক মৃত ব্যক্তির নামের সঙ্গে আমার জাতীয় পরিচয়পত্র নম্বর জুড়ে এ ঘটনা ঘটিয়েছে। আমি ওই দুইজনের নামে নির্বাচন অফিসে ও শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছি।”

এদিকে অভিযুক্ত আব্দুস সোবাহান বলেন, “নির্বাচনকে সামনে রেখে নিজের স্বার্থ হাসিল করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। আমি কারো বিরুদ্ধে নাম কাটার জন্য সুপারিশ করিনি।”

অভিযোগ প্রসঙ্গে হেলেনা বিবি বলেন, “কে এটা করেছে আমি জানি না। যে-ই করুক, আমি তার শাস্তির দাবি করছি।”

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, একটি ডিজিট ভুল হওয়ার জন্য এ সমস্যা হয়েছে। প্রতিস্থাপনের সুপারিশ করেছি।