• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৩:২৩ পিএম

বাগেরহাটে খোলা হয়েছে আরো তিনটি বুথ 

বাগেরহাটে খোলা হয়েছে আরো তিনটি  বুথ 

বাগেরহাটে করোনার টিকা প্রদান কেন্দ্রে তিনটি নতুন বুথ খোলা হয়েছে। টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ার কারণে নতুন এই বুথ সংখ্যা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত এই তিনটি বুথ খোলা হয়েছে। 
জেলার সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, প্রথম দিনে নারী-পুরুষ মিলিয়ে ৫১৪ জন টিকা গ্রহণ করেন। ৪র্থ দিন সে সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৩৫ জনে। তাই ভিড় সামাল দিতে এবং ভোগান্তি কমাতে নতুন বুথ খোলা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, শুরুতেই টিকা গ্রহণে একধরনের ভীতি থাকলেও এখন তা কেটে গেছে। দিন দিন টিকা নেওয়ার হার বাড়ছে।
সরকারের পক্ষ থেকে শহরে মাইকিং করে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র নিয়ে সরাসরি টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। টিকাকেন্দ্র তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা দেওয়া হচ্ছে।
টিকা গ্রহণকারী আইনজীবী মোজাফ্ফর হোসেন বলেন, “আমি কিছুই টের পেলাম না,কোনো ব্যথা পাইনি। কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, ভালো আছি। 

টিকাদান কেন্দ্রের নার্স রিনা আক্তার বলেন, টিকা দেওয়ার পর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রে ৩০ মিনিট বসে থাকার পরামর্শ দিচ্ছি। এখন পর্যন্ত গত ৪ দিনে কোনো ব্যক্তির শরীরে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়নি। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসী বলেন, টিকা গ্রহণে মানুষের আগ্রহ এখন অনেক বেড়েছে। মানুষ অপপ্রচারের বিভ্রান্তি কাটিয়ে করোনার ভ্যাকসিন নিতে সপরিবারে টিকা কেন্দ্রে আসছেন।