• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৩:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২১, ০৩:২১ পিএম

বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১

বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১

বগুড়ায় বিয়ের বাস নদীতে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাধন চন্দ্র (৭০)। তিনি উপজেলার পীরহাটী গ্রামের গদাই চন্দ্রের ছেলে। সাধন ওই বিয়েতে বাদ্যকার হিসেবে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রবাড়িয়া গ্রামের পলান কুমারের ছেলে তাপস ওই দিন সন্ধ্যায় বরযাত্রী নিয়ে শেরপুরে উদ্দেশে রওনা দেন। বাসটি বাড়ির অদূরে একটি সেতুতে ওঠার সময় বাও নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাধনের মৃতদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বরযাত্রীর বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।