• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৭:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৭:৪১ পিএম

এমপিকে ধাওয়া, ফাঁড়িতে গিয়ে আত্মরক্ষা

এমপিকে  ধাওয়া, ফাঁড়িতে গিয়ে আত্মরক্ষা

বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এসময় ধাওয়ায় আত্মরক্ষার্থে তিনি শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার শহীদ খোকন পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে জেলা বিএনপি সকাল ৯টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যায়। শ্রদ্ধা শেষে ফেরার পথে পার্কের গেটে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ‘রাজাকার’ আখ্যায়িত করে স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তাকে ধাওয়া করে।

এ সময় গোলাম মোহাম্মদ সিরাজসহ নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পার্কের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁড়ির প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। পরে পরিবেশ শান্ত হলে নবাববাড়ী এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয় মোহাম্মদ সিরাজকে।

ধাওয়ার ঘটনায় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে সাতমাথা টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগ।

সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের অভাবে শহীদ মিনারের মতো স্থানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ ঘটনায় কোনো অভিযোগ দেইনি। দিয়ে কী লাভ হবে? সারাদেশে আর কত অভিযোগ হবে? বিচার নেই।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, “এমপি সিরাজের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী কটূক্তিমূলক স্লোগান দেয়। এখানে আমরা সবাই ফুল দিতে এসেছি শহীদদের শ্রদ্ধা জানাতে। এই দিনে কটূক্তিমূলক স্লোগান উপস্থিত সকল মানুষের দৃষ্টিগোচর হয়েছে। তাদের এই বক্তব্যের কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা যে বক্তব্য দিয়েছে তাতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ করা উচিত। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি, কারা হামলা করেছে জানি না।”

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোরশেদ আলম বলেন, “পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের নিরাপদে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “শহীদ মিনারে সামান্য ঝামেলা হয়েছে। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।”