• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:৫৭ পিএম

সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

বগুড়ায় গাড়ির ধাক্কায় শিল্পী রানী (৪০) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মারা গেছেন। এসময় তার স্বামী দীপঙ্কর (৫০) ও সিএনজি চালক জিয়াউর রহমান (৩০) গুরুতর আহত হন। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের জেলার আদমদিঘী উপজেলার শিবপুর গ্রামে  এ দুর্ঘটনা ঘটে।  

আহত দীপঙ্কর যশোর জেলার হরিশপুর গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও সিএনজি চালক জিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আজাহার আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার সান্তাহার থেকে সিএনজি যোগে তারা স্বামী-স্ত্রী বগুড়ায় যাচ্ছিল। পথে শিবপুর নামক এলাকায় পৌঁছালে সামনে থেকে একটি গাড়ি তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচরে যায়। পরে সিএনজিতে থাকা দীপঙ্কর, শিল্পী রানী ও সিএনজি চালক জিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই শিল্পী মারা যান। 

তবে কোন গাড়ি সিএনজিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। 

আদমদিঘী থানার পুলিশ পরিদর্শক (ওসি) জালাল উদ্দীন জানান, ধারনা করা হচ্ছে ট্রাকের অথবা কোচের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।