• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৩০ পিএম

উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু বই ভাস্কর্য’

উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু বই ভাস্কর্য’

সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন জেলাখানা ঘাট সংলগ্ন যমুনা পাড়ে নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বইয়ের মোড়ক সম্বলিত ‘বঙ্গবন্ধু বই ভাস্কর্য’।

তথ্যবহুল এবং মনোমুগ্ধকর এই ভাস্কর্য নকশায় মূল পরিকল্পনায় ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি লক্ষ্য রেখেই উদ্বোধন করার কথা রয়েছে এই ভাস্কর্যটির।

উদ্বোধনের আগেই যমুনা পাড়ে আগত দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছে নব-নির্মিত বঙ্গবন্ধু বই ভাস্কর্যটি। শিশু-কিশোরসহ অনেক দর্শনার্থী জানতে পারছেন বঙ্গবন্ধুর হাতে লেখা বই দুটির নাম। 

পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।