• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:২৫ পিএম

সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে তিনি মামলা করেন।

মামলায় নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অন্যরা হলেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বাকি ৬ মেয়রপ্রার্থী।

নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এনে এ মামলা করা হয়।

গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হয়। নির্বাচনে ৭ পদে মেয়র প্রার্থী ছাড়াও ৩৯টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন হয়। এতে প্রার্থী ছিলেন ২৩৭ জন। মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন।