• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৩:৩১ পিএম

ব্যাংক কর্মকর্তা হত্যা: প্রধান আসামি জেলহাজতে

ব্যাংক কর্মকর্তা হত্যা: প্রধান আসামি জেলহাজতে

সিলেটে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি অটোরিকশা চালক নোমান হাসনুকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় সিএমএম-১ এর আদালতে আত্মসমর্পণ করেন নোমান। পরে দুপুরে তার আইনজীবী জামিন প্রার্থনা করলে বিচারক সাইফুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে নোমানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু। 

দেলোয়ার হোসেন জানান, আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় নিজে এসে আত্মসমর্পণ করেছেন। তবে শুনানির পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। 

এর আগে বুধবার ঢাকার কাছাকাছি কোনো একটি জায়গা থেকে মামলার প্রধান আসামি নোমান হাসনুকে নিয়ে আসেন শ্রমিক নেতারা। পরে তারা তাকে মহানগর হাকিম আদালত ১ এ সোপর্দ করেন তারা। 

শ্রমিক নেতারা তখন জানান, আইনজীবীর মাধ্যমে নোমান হাসনুকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন। 

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করে সিএনজি অটোরিকশাচালক নোমান ও তার সহযোগীরা। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন