• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৫:১৫ পিএম

শিক্ষার্থী ও শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার 

শিক্ষার্থী ও শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবহন মালিক-শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। এক বৈঠক শেষে উভয় পক্ষ তাদের নিজ নিজ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও নগরীর রূপাতলী হাউজিং সোসাইটি একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা তাদের ওপর গভীর রাতে হামলাকারীদের গ্রেপ্তার এবং পূর্ণ নিরাপত্তা প্রদানের দাবি জানায়। অপরদিকে পরিবহন মালিক-শ্রমিকরা রুটে তাদের পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা এবং গ্রেপ্তার দুই শ্রমিকের মুক্তির দাবি করেন।

সভায় মেট্রোপুলিশের উপ-কমিশনার মো. মোকতার হোসেন শিক্ষার্থীদের ওপর হামলকারীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে গ্রেপ্তার ও তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেন। অপরদিকে মালিক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেপ্তারকৃত দুই শ্রমিকের মুক্তি এবং রুটে তাদের বাস চলাচল নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।