• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১২:২৮ পিএম

ইউপি সদস্য হত্যা ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

ইউপি সদস্য হত্যা ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে (৩৮) গুলি করে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১ টায় বাঘাইছড়ি থানায় মামলা করেন নিহতের বড় ভাই বিনয় চাকমা।

আসামীরা হলেন—জেএসএস সন্তুলারমা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাঘাইছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রড়ঋসি চাকমা, সভাপতি প্রভাত কুমার চাকমা, সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা, বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর পলক চাকমা, শুআতীষ চাকমা (তন্টুমনি), মনিময় চাকমা, বরুন চাকমা, সুভাষ বসু চাকমা, দয়াসিন্দু চাকমা, সোহাগ চাকমাসহ অজ্ঞাত আরো ৮ জন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "মামলা অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।"

বাঘাইছড়ি এমএনলারমা দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জোসি চাকমা বলেন, "হত্যার দায় কেউ এড়াতে পারে না। সন্তুলারমা, সাবেক এমপি উষতন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বড়ঋসি চাকমাকে গ্রেপ্তার করা হোক।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। ২৭ বিজিবি মারিশ্যা জোন এলাকায় টহল জোরদার করেছে।  

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অফিস কক্ষে ঢুকে ৩৪ নং রুপকারী ইউনিয়নের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত।