• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৫:০৫ পিএম

চার ভাটামালিককে জরিমানা

চার ভাটামালিককে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বালুরচর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো চলছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। আইন অমান্য করে কৃষিজমির মাটি দিয়ে ও ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করছিলেন মালিকরা।”

অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রস্তুত করা অনেক ইট ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। অবৈধভাবে ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেনসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।