• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৯:০৭ পিএম

চার ভাটা মালিককে জরিমানা

চার ভাটা মালিককে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও কাঠ পোড়ানোর দায়ে চার ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে পাঁচ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”