• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৩:১৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৩:১৮ পিএম

বিএনপির সমাবেশের আগে খুলনায় বাস চলাচল বন্ধ

বিএনপির সমাবেশের আগে খুলনায় বাস চলাচল বন্ধ

খুলনা থেকে বিভিন্ন জেলার ১৮টি রুটে ২৪ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন শ্রমিকরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই যান চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা বিএনপির কার্যালয়ের সামনে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। তার একদিন আগেই যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। যান চলাচল বন্ধের বিষয়ে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট কারণ জানানো না হলেও সমিতির নেতারা বলছেন, বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা এড়াতে চালকরা এই পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “এটা কোনো ধর্মঘট বা কর্মবিরতি নয়। বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তাই পরিবহন চালকরাই এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে জেলা বিএনপির নেতাদের অভিযোগ, বিভাগীয় মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে। তাই মানুষের ঢল ঠেকাতে সরকারের পক্ষ থেকে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তারপরও মানুষকে সমাবেশে আসা থেকে ঠেকানো যাবে না।