• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৬:০৯ পিএম

খেলার মাঠের জন্য মানববন্ধন

খেলার মাঠের জন্য মানববন্ধন

দিনাজপুর শহরের আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে খেলার দাবিতে মানববন্ধন করেছে ঘাসিপাড়া মহল্লার অর্ধশত ক্ষুধে খেলোয়াড়।

শুক্রবার বেলা ১২টার দিকে ওই স্কুলের প্রধান ফটকের বাইরে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাসিপাড়ার ইমরান হোসেন, সবুজ ইসলাম, নিয়ামুল ইসলাম, রিয়াদ হোসেন, রিদয় ইসলাম, রেহান রেজওয়ান প্রমুখ।

আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান বলেন, “কলেজ মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করে আবার নেশাও করে। এলাকার কয়েকজন ছেলের নামে মাদকের বেশ কয়েকটা মামলা রয়েছে। তাই আমি কলেজের পরিবেশ রক্ষার জন্য বাইরের লোকজনের প্রবেশ বন্ধ করে দিয়েছি। কলেজের মাঠে খেলার জন্য তারা একটি আবেদনপত্র দিয়েছে। বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে উঠানো হবে।