• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:১০ পিএম

পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা গ্রহণের দাবিতে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে অনতিবিলম্বে পরীক্ষা গ্রহণের দাবি জানান। 

মানবন্ধনে বক্তারা জানান, অনার্স-মাস্টার্স শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় গ্রাজুয়েশন প্রত্যাশী শিক্ষার্থীরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে পরীক্ষা গ্রহণের বিকল্প নেই। তাই যথাসম্ভব খুব দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরীক্ষার সময়সূচী প্রকাশ ও পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।