• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০১:৫০ পিএম

দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, শাশুড়ি আটক

দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, শাশুড়ি আটক

চুয়াডাঙ্গায় নুরজাহান খাতুন (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাহান আলীর বিরুদ্ধে। এ ঘটনায় শাশুড়ি নুরজাহানকে আটক করেছে পুলিশ। স্বামী জাহান আলী পলাতক রয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথ পুর গ্রামে ঘটনাটি ঘটেছে। 

নুরজাহানের মা রহিমা বেগম বলেন, “প্রায়ই মেয়েকে নির্যাতন করতো জামাই জাহান আলী ও তার শাশুড়ি নুরজাহান। এর আগে একবার আমার মেয়েকে তালাক দিয়েছিল। দুই সন্তানের কথা ভেবে আবারও সংসার পাতিয়ে দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।”

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর শরীরের সমস্ত জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। মাথায় ও চোখে নির্মমভাবে আঘাত করা হয়েছে। 

আবদুল খালেক বলেন, “শনিবার সকালে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ে করেছে।”