• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:৪৭ পিএম

আরিচা-কাজিরহাট নৌরুট

দুই দশক পর ফেরি চলাচল শুরু

দুই দশক পর ফেরি চলাচল শুরু

দীর্ঘ দুই দশক পর চালু হলো আরিচা-কাজির হাট নৌরুটের মধ্যে ফেরি চলাচল। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করেন।

এসনময় নৌ প্রতিমন্ত্রী বলেন, এ নৌরুট চালু হওয়ার ফলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা দ্রুত সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। 

পদ্মা-যমুনার নাব্য সংকটের কারণে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি আরিচা থেকে পাটুরিয়ায় আনা হয় ফেরি সার্ভিস। এর ফলে আরিচা-কাজিরহাট ফেরিঘাট পরিত্যক্ত হয়ে পড়ে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল চালুর জন্য যমুনা নদীতে নতুন করে চ্যানেল তৈরিতে ১২ লাখ ঘন-মিটার বালু ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। দুই পারের ঘাট-পন্টুন নির্মাণ, বিকন বাতি, মার্কিং বাতিসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে সরকারের এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা। 

প্রথমে চারটি ফেরির মাধ্যমে যাত্রীবাহী যানবাহন, সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন পারাপার শুরু করা হবে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের।