• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:১২ পিএম

বরগুনা জেলার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনা জেলার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমুদ্র তীরবর্তী সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৩ সালের এই দিনে বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এ বছরও দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে বরগুনা প্রেসক্লাব।

দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়।

পরে পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।